ময়মনসিংহ সদর উপজেলার চূড়খাই উনাইর পাড় খলিফাবাড়ী জামে মসজিদ হতে অন্যায়ভাবে বিদায় দেয়া ইমাম মাওলানা রফিক–এর বিরুদ্ধে সম্প্রতি মসজিদ কমিটির সভাপতি এরশাদ শেখ পরিকল্পিতভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন।
তিনি তাঁর বোনের জামাইকে ব্যবহার করে ইমাম রফিকের পরিবার ও নানার বাড়ির আত্মীয়-স্বজনদের কাছে মানহানি ও সম্মানহানি মূলক বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন।
এই আচরণে ইমাম রফিক ও তাঁর পরিবার গভীর মানসিক কষ্টে রয়েছেন এবং ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও উদ্বেগে আছেন।
এটি কেবল একজন ইমামের নয়, বরং মসজিদের মর্যাদা ও ধর্মীয় পবিত্রতারও অবমাননা।
ইমাম রফিক দাবি জানিয়েছেন—
যেহেতু তাঁকে বিনা দোষে ও অন্যায়ভাবে বিদায় দেওয়া হয়েছে, তাই মসজিদ কমিটির উচিত তাঁর ৩ মাসের বেতন ও ভরণপোষণের ন্যায্য প্রাপ্যতা পরিশোধ করা, যাতে তাঁর পরিবার নিরাপদে ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
ধর্মীয় নেতা ও মাজলুম ইমামদের প্রতি এমন অন্যায় আচরণ সমাজে বিভ্রান্তি ও জালিমতার নজির সৃষ্টি করছে।
এই ঘটনার যথাযথ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।