ময়মনসিংহের ভাষাসৈনিক মুক্তিযোদ্ধের অন্যতম বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ইমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ শে আগস্ট শুক্রবার ময়মনসিংহ শহরের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক জি,এম, এম, মোফাচ্ছেরুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ছাত্র কল্যাণ ট্রাস্টের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ইমান আলী এমপি ছাত্র কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ডঃ আঃ সালাম,সহসভাপতি আঃ মালেক, সহসভাপতি ইসমত আরা আশা, কোষাধ্যক্ষ ডাক্তার ফাতেমাতুজ জোহরা নুহা,সম্মানিত সদস্য ইসরাত মোহাম্মদ শিলু,হযরত আলী খান,কেওয়াটখালী বেলী স্কুলের পরিচালক মাসুম মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার প্রমুখ।
২০০৭ সন হতে প্রতিষ্ঠিত হওয়া ছাত্রকল্যাণ ট্রাস্টের ১৯ বৎসরে পদার্পণকারী উক্ত ছাত্র কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রতিবছর কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতি গুরুত্ব বৃদ্ধি করতে বৃত্তির ব্যবস্থা, ক্রেস্ট ও সনদ পত্রের ব্যবস্থা করে থাকেন এই ছাত্র কল্যাণ ট্রাস্ট।
এ মতবিনিময় সভায়-বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রস্তুতি ও কমিটি পুনর্গঠন সম্পর্কে আলোচনা করা হয়।
পরিশেষে শহীদ এডভোকেট ইমান আলী এমপি’র বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত পাঠ করেন ডঃ আলহাজ্জ্ব আব্দুস সালাম।