ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)এর ময়মনসিংহ জেলা কমিটির সদস্য মাসুদ রানার উপড় হামলা করেছে সন্ত্রাসীরা।এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।মাসুদ রানা উপজেলার বিসকা ইউনিয়নের মেছেরা গ্রামের আঃ আজিজের ছেলে এবং ময়মনসিংহ জেলা নাগরিক পার্টির সদস্য।
৭ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে উপজেলার কাশিগঞ্জ বাজারে পথরোধ করে এই হামলা চালানো হয় এমনটাই জানান এনসিপি নেতা মাসুূদ রানা।
এ বিষয়ে মাসুদ রানা বলেন-তারাকান্দায় যাওয়ার পথে কাশিগঞ্জ বাজারের ঈদগাহ মাঠ এলাকায় আসার পর দুজন ছেলে আমার গতিরোধ করে।এরপর তাদের সাথে আরও যোগ দেয় ১০/১২ জন।এ সময় সন্ত্রাসীরা আমাকে টেনে হিচড়ে নীরব জায়গায় নেওয়ার চেষ্ঠা করে।আমি যেতে না চাইলে আমাকে কিল ঘুষি মারতে শুরু করে।পরে স্থানীয়রা আমাকে তাদের কাছ থেকে উদ্ধার করে।
সরেজমিন কাশিগঞ্জ বাজারে গিয়ে দেখা যায়,হামলার পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে জনসাধারণের উপস্থিতি বিরাজমান রয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ টিপু সুলতানের নেতৃত্বে পুলিশ চেষ্টা করেছে।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.টিপু সুলতান বলেন-এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।