সদরের জনবান্ধব এক কর্মকর্তার নাম জাহিদ হাসান।
জাহিদ হাসান ময়মনসিংহ সদর সাব-রেজিস্ট্রার অফিসের একজন সাব-রেজিস্ট্রার। ১০ই নভেম্বর (সোমবার) ছিলো এই জনবান্ধব নিবন্ধন কর্মকর্তা জাহিদ হাসানের জন্মদিন। তার জন্মদিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানাতে অফিস শেষে অফিসের দলিল লেখক ও কর্মচারীর পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের ভীড় জমে ওঠে। প্রিয় এই মানুষটির জন্মদিন উপলক্ষ্যে ফুলেল শুভেচছা বিনিময়ের পাশাপাশি ও হেপি বার্থডে মুখরিত আনন্দে কেক কেটে জন্মদিন পালন করা হয়। শুভাকাঙ্ক্ষীদের পাশাপাশি প্রিয় এই সহকর্মীর জন্মদিনের শুভেচ্ছা জানাতেও ছুটে আসেন ময়মনসিংহ সদরের সাবেক সাব-রেজিস্ট্রার খন্দকার দেলোয়ার হোসেন।
জাহিদ হাসান জানান, আমার জীবনের আরেকটি নতুন বছর শুরু হলো। এই বিশেষ দিনে যারা আমাকে বিভিন্নভাবে শুভেচ্ছা জানিয়েছেন তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। আপনারা সকলেই আমার জীবনের আলো, উৎসাহ এবং শক্তি। এই দিনটি শুধু আমার নয়, আমাদের সকলের। আপনাদের সকলের ভালোবাসা, সহানুভূতি, এবং পাশে থাকার জন্য আমি চিরকাল কৃতজ্ঞ। আসলে আপনারা যেভাবে আমাকে ভালবাসায় সিক্ত করেছেন -এটা ভাষায় প্রকাশ করার মত নয়। আমি সত্যিই আবেগ আপ্লুত এবং বিমোহিত। আমি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার অফিস সংশ্লিষ্ট সকলকে আমাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা জানানোর জন্য। আমি আরো আপ্লুত হয়েছি আমার অর্ধাঙ্গিনী আমাকে Surprise দেওয়ার জন্য অসুস্থ শরীর নিয়ে রান্নাবান্না করে আমার মামুনিকে নিয়ে অফিসে উপস্থিত হয়ে আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। সত্যিই আজকে অন্যরকম একটি দিন উদযাপিত হলো। মহান আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া।
জাহিদ হাসানের জন্মদিন উপলক্ষ্যে ময়মনসিংহ সদরের সেবাপ্রাপ্ত নাগরিকরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন -আপনি একজন জনবান্ধব কর্মকর্তা, আপনি সদর অফিসে যোগদানের পর থেকে ভূমি রেজিষ্ট্রেশনের দীর্ঘবছরের ভোগান্তি দূর হয়েছে। আপনি একজন মানবিক অফিসার, দীর্ঘবছরের ভূমি রেজিষ্ট্রেশনে ভোগান্তি নির্মুল হওয়ায় আমরা সদরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ।