উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করনের লক্ষ্যে ময়মনসিংহ সদরের চূড়খাই বাজার নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নবম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৩রা নভেম্বর ) নাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুকিম এর সভাপতিত্বে বিদ্যালয়ের হলরুম প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক আজিজুল হক রিজভীর সঞ্চালনায়-বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী মুকিম তার বক্তব্যে বলেন,”শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো” এই স্লোগানকে বাস্তবায়ন করতে হলে শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অপরিহার্য।শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে মায়েদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় এলাকাবাসীর সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
এ সমাবেশ শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি নতুন দ্বার উন্মোচন করেছে বলে মনে করেন তিনি।
সহকারী শিক্ষক আরিফ রব্বানী তার বক্তব্যে বলেন-
শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক একে অপরের পরিপুরক। তাই বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে শিক্ষকদের পাশে থেকে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছিমা আক্তার -বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে অভিভাবকদের অবহিত করেন। তিনি শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
নবম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদা সরকারের পিতা সাংবাদিক মফিজ উদ্দিন তালুকদার তার বক্তব্যে বলেন,
মা সমাবেশ বা অভিভাবক সমাবেশ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং এটি শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং অভিভাবক-শিক্ষক পরস্পরের সহযোগিতা বৃদ্ধির এক কার্যকর মাধ্যম। নিয়মিত এই ধরনের সমাবেশ আয়োজন করলে শিক্ষার্থীরা যেমন উপকৃত হয়, তেমনি সমাজও পায় শিক্ষিত, সচেতন ও দায়িত্বশীল নাগরিক।
অভিভাবক ও মা সমাবেশে অন্যান্যদের বক্তব্য রাখেন , সককারী শিক্ষক ফারজানা খনম, জিন্নাত আরা বেগম,মোছাঃ লুৎফুন নাহার, ছাত্র অভিভাবক নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্ধ।