ময়মনসিংহ সদরের ১২নং ভাবখালী ইউনিয়নের চূড়খাই বাজার এলাকার বন্দমদল নিবাসী কামাল হোসেন ড্রাইভার মৃত্যু বরণ করেছেন।( ইন্নাহ লিল্লাহে ওয়াইন্নাহ ইলাইহে রাজেউন)।
মরহুম কামাল হোসেন বন্দমদল নিবাসী ইদ্রিস আলীর পুত্র।
১৮ই অক্টোবর (শনিবার) সকাল ৮টা ৩০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ৪৫ বৎসর বয়সে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ কন্যা এবং এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ বিকাল আসর বাদ উনার নিজ বাড়িতে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি কামাল হোসেন ড্রাইভারের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।