অযোগ্য, নিষ্ক্রিয় ও আওয়ামী দোসরদের দিয়ে
ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ড বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন দলের পদবঞ্চিত ত্যাগী নেতাকর্মীগণ।
১১ই সেপ্টেম্বর( বৃহস্পতিবার) বিকালে ময়মনসিংহ মহানগরের ৩৩নং ওয়ার্ডের বিএনপি’র ত্যাগী ও নির্যাতিত নেতৃবৃন্দের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
পদবঞ্চিত ত্যাগী বিএনপির নেতা-কর্মীরা জানান, কয়েকদিন পুর্বে ৩৩নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।কিন্তু মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্য, নিষ্ক্রিয় ও আওয়ামী দোসরদের দিয়ে ৩৩নং ওয়ার্ড বিএনপি’র আহবায়ক কমিটি গঠন করার হয়েছে।
এ প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করে বলেন, “ত্যাগী ও রাজপথের পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করে টাকার বিনিময়ে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। বিগত দিনের আন্দোলন-সংগ্রামে যারা জেল-জুলুম সহ্য করেছেন, সেই নেতাকর্মীরা উপেক্ষিত হয়েছেন। অথচ আওয়ামী লীগের দালাল চক্রের প্রভাবশালীরা অর্থের বিনিময়ে এই কমিটিতে স্থান পেয়েছেন।”
কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি শম্ভুগঞ্জ মোড়সহ আশপাশের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।
টাকার বিনিময়ের কমিটি মানি না, মানবো না”, “ভাই-ভাই কমিটি মানি না, মানবো না।”এমন শ্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীগণ।
বক্তারা আরও বলেন, “এই কমিটি একটি অবৈধ কমিটি। টাকার বিনিময়ে গঠিত এ ধরনের পকেট কমিটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এসময় বিএনপি নেতা মজিবুর রহমান, ফারুক আহম্মেদ, আজিজুল হক,মুক্তার হোসেন, শফিকুল ইসলাম প্রমুখসহ বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অবিলম্বে এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী ও যোগ্য নেতাদের দিয়ে পুনর্গঠন করা দাবী তাদের ।
”দ্রুত এই দাবি বাস্তবায়ন করা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে,এমনটাই জানান বিক্ষুব্ধ নেতাকর্মীগণ।