ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে জোর পূর্বক চুল কাটার ঘটনায় কিছুদিন আগে ভাইরাল হওয়া হালিম আকন্দের খোঁজ খবর নিতে তারাকান্দার ৮ নং কামারিয়া ইউনিয়নের কোদালিয়া গ্রামে ছুটে যান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র একমাত্র যুগ্ম-আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক -সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ফুলপুর-তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা মোতাহার হোসেন তালুকদার।
জোর করে এক বৃদ্ধের মনে কষ্ট দিয়ে – মাথার চুল কাটা কান্ডে ভাইরাল হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার সাথে সাথেই হালিম আকন্দের খোঁজখবর নিতে ১লা অক্টোবর( বুধবার) উনার বাড়িতে যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন- মানবিক জনবান্ধন জনপ্রিয় জননেতা মোতাহার হোসেন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ উত্তর জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল ইসলাম কামাল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হামিদ সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।