ময়মনসিংহের তারাকান্দায় নিহত কৃষক রফিকুল ইসলামের খুনিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
১২ই সেপ্টেম্বর (শুক্রবার) নিহতের নিজ গ্রাম ভালকী নয়াপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবারের লোকজন ও এলাকাবাসী।
জানাগেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি গ্রামের নয়াপাড়া এলাকায় গত ১লা সেপ্টম্বর (সোমবার) ভোরে জনৈক নূরুল হকের ফিসারীর পাশের ধানক্ষেতের মাঝের আইল থেকে রফিকুল ইসলাম (৪৫) নামের একজন কৃষকের হাত-পা বাঁধা অবস্থায়
মরদেহ উদ্ধার করেন তারাকান্দা থানা পুলিশ।
নিহত রফিকুল ইসলাম তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের ভালকি নয়াপাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩১ আগষ্ট রবিবার দিবাগত রাত ৯ টায় বাড়ীর পার্শ্ববর্তী জনৈক শফিকুল ইসলামের দোকানের কথা বলে বাড়ী থেকে বের হয় রফিকুল ইসলাম । এরপর থেকে আর তাঁর কোন খোঁজ মিল ছিলনা। এদিকে রাত বাড়তে থাকলে স্বজনরা রফিকুলকে খুঁজতে বের হয়। এ সময় স্বজনরা বাড়ী থেকে শফিকুলের দোকানের দিকে যাওয়ার পথে রফিকুলর জুতা এবং টর্চ লাইটটি পড়ে থাকতে দেখতে পান। এরপর ভোররাত ৩ টার দিকে দোকানের পিছনে নূরুল হকের ফিসারীর পাড় এবং ধানক্ষেতের আইলে হাত-পা বাঁধা অবস্থায় রফিকুলের মরদেহটি দেখতে পান। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে।
নিহতের পরিবার অভিযোগ করে বলেন, রফিকুল ইসলামকে গলায় ফাঁস দিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে বুকে এবং শরীরের নিন্মাংশে একাধিকবার আঘাত করে হত্যা করা হয়েছিল।
এব্যাপারে থানায় মামলা করার হয়েছে, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ইতোমধ্যে রফিকুল ইসলামকে হত্যার ঘটনায় ইউপি সদস্য নজরুল ইসলামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে দুই দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চলছে। অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে নিহতের স্বজনরা জোরদাবী জানিয়েছেন ।
তাই অন্যান্য খুনিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে পুলিশ প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি পেতে মানববন্ধন কর্মসূচিতে এলাকাবাসী জোরদাবী জানিয়েছেন ।
এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, আমরা মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করছি। একজন আসামি গ্রেফতার করেছি। আরো কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কাজ চলছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।