ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ১০নং বিসকা ইউনিয়নের মেছেড়া গ্রামের একজন অসহায় হতদরিদ্র দিনমজুর রিপন মিয়া(৫০)। তার নেই কোন জমিজমা ।গ্রামের একপ্রান্তে জঙ্গলের ধারে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কাপড়ের তৈরী ঝুপরি ঘরে বসবাস করতেন ভূমিহীন রিপন মিয়া। তিনি শারিরীকভাবে অসুস্থ।কাজ করতে পারলে খাবার জুটে নতুবা অনাহারে কাটে তার দিন।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে দেন স্থানীয় রাজনৈতিক সমাজকর্মী মাসুদ রানা।যা তাৎক্ষনিক ভাইরাল হয়ে পড়ে এবং ভিডিওটি নাড়িয়ে দেয় তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার ও সামাজিক ,রাজনৈতিক ব্যাক্তিবর্গের হৃদয়।
এ সংবাদ পেয়ে রিপন মিয়া ও তাঁর পরিবারের খোঁজ নিতে মেছেড়া গ্রামে ছুটে চলেন অনেকে ।যে যেভাবে পেরেছেন সাহায্য করেছেন।
ঠিক তেমনি অন্যান্যদের মতো মেছেড়া গ্রামে ছুটে যান তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আঃ রাজ্জাক।সেখানে পৌছে এক মাসের খাবার।তিন ভান ঢেউটিন।নগদ নয় হাজার টাকা তুলে দেন রিপন মিয়ার হাতে।সেখানে উপস্থিত লোকদের আহবান জানালেন তাদেরকে এগিয়ে আসার।সাথে সাথে প্রতিশ্রুতি মিললো ৫৫ হাজার টাকার ।যা দিয়ে জমির মালিকের কাছ থেকে ২ শতক জমির ব্যবস্থা করলেন মানবিক ইউএনও।জমির মালিকও জমি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন।
২০ আগষ্ট(বুধবার)সকালে মেছেড়া গ্রামে পৌছে টিনসহ নগদ অর্থ এবং এক মাসের খাবার রিপন মিয়ার হাতে তুলে দেন ইউএনও জাকির হোসাইন।
এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসাইন বলেন-রিপন মিয়া অনেক মানবেতর জীবনযাপন করছিল।সব সময় আমরা উপজেলা প্রশাসনের তরফ থেকে অসচ্ছল মানুষকে স্বচ্ছল ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্ঠা করি।তেমনি একটি উদ্যোগ নেওয়া হয়েছে।